মোজাম্মেল হোসাইন, রামগড় প্রতিনিধি ।
খাগড়াছড়ির রামগড়ে তথ্য অফিসের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ক বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)উম্মে হাবিবা মজুমদার এর সভাপতিত্বে মঙ্গলবার (১৬ নভেম্বর) রামগড় বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মহিলা সমাবেশে অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)মোঃ মনসুর আলী, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহমদ,খাদ্য গুদামের অফিসার ইনচার্জ মোঃ আসাদ ভূঁইয়া, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা উম্রাচিং চৌধুরী, প্রধান শিক্ষক মোঃ ইউনুস,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ নুরুল আলম জিকু।
সমাবেশে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ, আমার বাড়ী আমার খামার,নারীর ক্ষমতায়ন,আশ্রয়ণ প্রকল্প, ঘরে ঘরে বিদ্যুৎ,শিক্ষা সহায়তা কর্মসূচি,সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা,বিনিয়োগ বিকাশের বিষয়ে সরকারের কর্মকান্ড তুলে ধরে আলোচনা করেন এবং এ সকল সেবা প্রাপ্তি এবং সম্পৃক্ত থাকার বিষয়ে উপস্থিত সকলকে অনুরোধ জানান।এসময় স্থানীয় জনপ্রতিনিধি, পাড়াকর্মী,শিক্ষক এবং তৃণমূলের মহিলারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ বিশেষ উদ্যোগ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।
Leave a Reply