মোঃ মোজাম্মেল হোসাইন ,রামগড় প্রতিনিধি ।
খাগড়াছড়ির রামগড়ে আবদুল গফুর সর্দার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার( ৮ অক্টোবর) বিকেলে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলার উদ্বোধন করেন মরহুম গফুর সর্দারের জেষ্ঠ্য পুত্র রামগড় পৌর আওয়ামীলীগের সভাপতি ও আসন্ন রামগড় পৌরসভার নির্বাচনে মেয়ের পদপ্রার্থী রফিকুল আলম কামাল।ফাইনাল খেলায় দুটি শক্তিশালী দল বার্নাস একাদশ ও বাগানের কোণা একাদশ অংশ নেয়।খেলা দেখতে আসা মাঠের চারপাশে শতশত দর্শকদের চমকপ্রদ নৈপুণ্যময় খেলা উপহার দেন উভয় দলের খেলোয়াড়রা।সত্তর মিনিটে খেলায় এক এক গোলে সমতায় থাকে উভয় দল।পরে
ট্রাইবেকারে গিয়ে বার্নাস একাদশ ৬ গোল আর বাগানের কোণা একাদশ ৫ গোল করে।বার্নাস একাদশ ১ গোলে জয় লাভ করে।বিজয়ী বার্নাস একাদশ ও রানার্সআপ বাগানের কোণা একাদশের খেলোয়াড়দের হাতে ট্রপি ও মেডেল তুলে দেন খেলার প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর।খেলোয়ারদের উৎসাহ দেওয়ার জন্য ট্রফির পাশাপাশি রফিকুল আলম কামালের পক্ষ থেকে বিজয়ী দলকে নগদ দশ হাজার এবং রানার্সআপ দলকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে। এসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আলম ঝিকু, সাংবাদিক শুভাশিষ দাশ, বাজার ব্যাবসায়ী তাপস বিশ্বাস,লিটন দাশ,গণমাধ্যম কর্মী,গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।রামগড় খেলোয়ার কল্যাণ সমিতির আয়েজনে আজকের খেলা পরিচালনায় প্রধান রেফারির দ্বায়িত্ব পালন করেন মোঃ আলাউদ্দিন সহকারী রেফারির দ্বায়িত্বে ছিলেন মোঃ কামাল ও জিদান।ধারাভাষ্যে ছিলেন শাহাদাৎ হোসেন কিরণ।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা বলেন,খেলাধুলা শরীর, মন ভালো রাখে সম্প্রীতি বাড়ায়।তথ্যপ্রযুক্তির যুগে মানসিক বিকাশে খেলাধুলা বিকল্প নেই। মাদক, অসামাজিক কার্যকলাপ,অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখতে ভবিষ্যতে খেলাধুলা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আয়োজকদের পাশে থাকারও আশ্বাস দেন আগত অতিথিবৃন্দ।
Leave a Reply