মোঃ মোজাম্মেল হোসাইন
রামগড় প্রতিনিধি ।
খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যাক্তিকে ২ লক্ষ ৫০ হাজার টাকা অর্থ দন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২০ অক্টোবর)দুপুরে উপজেলার ১নং রামগড় ইউনিয়নের অন্তুুপাড়া এলাকায় পিলাক নদী থেকে বালি উত্তোলনের সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার।
এসময় ঘটনাস্থলেই বালি উত্তোলকারি মো: সেলিমকে ২ লক্ষ ৫০ হাজার টাকা অর্থ দন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।সেলিম পৌরসভার ১ নং ওয়ার্ডের বল্টুরামটিলার মুসলিম মিয়ার ছেলে।
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ এর ১১ ধারা লঙ্ঘনের দায়ে অপরাধীকে এ অর্থদণ্ডে দন্ডিত করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিষ্টেট উম্মে হাবিবা মজুমদার।তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক বা বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
Leave a Reply