পেয়ার আলী।
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায়
আসন্ন দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে ৫ টি ইউনিয়ন পরিষদে যথারিতী সময়ে ১১ নভেম্বর সকাল ৮ টায় এক যোগে প্রতিটি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহন বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন চলে এবং গননা শেষে বেসরকারী ভাবে ৫টি ইউনিয়নের ৪টিতেই নৌকা ও ১ টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মটরসাইকেল প্রতিকের বিজয় লাভ ঘোষনা।
৫টি ইউপির মধ্যে ৪টিতে নৌকা ১) ১নং ধর্মগড় আবুল কাশেম নৌকা,২)৬নং কাশিপুর আতিকুর লহমান বকুল নৌকা,৪ নং লেহেম্বা ইউপিতে আবুল কালাম নৌকা,৭নং রাতোর ইউপিতে শরৎ চন্দ্র রায় নৌকা,ও২নং নেকমরদে বহিস্কৃত আঃলীগ ইউনিয়ন সভাপতি আলহাজ্ আবুল হোসেন স্বতন্ত্র প্রার্থী মটর সাইকেল প্রতিক নিয়ে বেসরকারী বিজয় লাভ করেছেন।
স্ব স্ব নির্বাচনী এলাকাবাসী জানায় ব্যাপক আনন্দ উদ্দিপনার মধ্যে দিন ব্যাপি অবাধ সুষ্ঠ ভাবে ভোট গ্রহন শেষ হয় এবং স্বতস্ফুর্তভাবে ভোট সম্পন্ন হয় ফলে নৌকার জয় জয়কার হয়ছে।
Leave a Reply