চাইথোয়াইমং মারমা রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ
রাঙামাটি জেলার রাজস্থলী প্রেস ক্লাবের উদ্যােগের ১৭ ইং তারিখে সকাল ১০ টায় প্রেসক্লাব কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মোঃ আজগর আলী খাঁন, আরো উপস্থিত ছিলেন, সিনিয়ার সভাপতি চাউচিং মারমা, সাধারণ সম্পাদক চাইথোয়াইমং মারমা, সহ প্রেস ক্লাবের সকল সদস্য সদস্যা বৃন্দ। সভা শুরুতে সাধারণ সম্পাদক চাইথোয়াইমং মারমা সঞ্চলনায় সকলকে শুভেচ্ছা জানিয়ে সভা আরম্ভ করেন। আজকের সভাতে প্রেস ক্লাবে চলমান ও ভবিষ্যৎ তে উন্নয়ন কি কি পদক্ষেপ নেয়া যায়, সকলে সার্বিক সহযোগিতায় প্রদানে একান্ত আহবান। এর পর এলাকায় স্থানীয় সামনে উন্নয়ের কি কি ফলপ্রসু ভুমিকা তুলে ধরা। সকলকে সমন্বয় রেখে একযোগ কাজ করে এগিয়ে নিয়ে যেতে হবে। শেষান্তে সভাপতি মোঃ আজগর আলী খাঁন সকলে উদ্দেশ্যে বলেন, একতা বল একতা শক্তি, আমরা সকলে সার্বিক সহযোগিতায় একটি প্রেস ক্লাব কার্যালয পেয়েছি। ভবিষ্যৎ বিভিন্ন প্রতিষ্ঠান হতে ও উন্নয়নের অনুদান পাব,তাই সকলে সহযোগিতায় প্রয়োজন।আমরা যখন একটা সরেজিমনে মাঠে নিউজ করতে যায় বাস্তবতায় কত যে,ঘাত প্রতিঘাত মোকাবেলায় মাধ্যমে কাটিয়ে আমরা এগোতে হবে। তখন সকলে জেনে শুনে দেখে বুঝে বাস্তব নিউজ তুলে ধরা সাংবাদিকদের এটা মূল ভূমিকা মনে করি। অবাস্তব নিউজ আমরা সকলে বর্জন করব। অদূর ভবিষ্যৎতে সামনে আরো প্রেস ক্লাব উন্নয়ন গতিশীল হোক এটা চাই,সকলকে আবারো শুভেচ্ছা জানিয়ে আজকের বর্ধিত সভা সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply