চাইথোয়াইমং মারমা রাজস্থলী ( রাঙামাটি) প্রতিনিধিঃ
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা ১ নং ঘিলাছড়ি ইউনিয়নে আসন্ন নির্বাচনে ৭ নং ওয়ার্ড থেকে নির্বাচন করার ঘোষনা দিলেন আপন রক্তের চাচা ভাতিজা, মফিজ আহমদ তালুকদার ও ভাতিজা জয়নাল তালুকদার। তবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বলেন জানান দুজনে। ঘটনাটি রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাধারন সদস্য পদের নির্বাচনে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের তালুকদার পাড়ার নিবাসী মফিজ অাহমদ তালুকদার ও তার অাপন বড় ভাইয়ের ছেলে জয়নাল তালুকদার উভয়ে আওয়ামীলীগ পরিবারের সদস্য। এই বিষয়ে মফিজ অাহমদ তালুকদার বলেন আমি ৩০ বছর দলের সাথে সক্রিয় ভাবে কাজ করছি। পর পর ৫ বার সদস্য পদে নির্বাচন করে বিজয়ী হয়ে সমাজে সকলের সাথে মিলে মিশে কাজ করছি, মাঝে ও অারো ২ বার নির্বাচন করে অারেক প্রতিদ্বন্দ্বির নিকট হেরে গেছি। এবার নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। কথা কিন্তু ১০০% সঠিক। ইতোমধ্যে আমাদের নমিনেশন বৈধ ঘোষণা করা হয়।
চাচা এবং ভাতিজা দুজনেই নির্বাচন করবেন কিনা ? এমন প্রশ্নের জবাবে সাবেক মেম্বার মফিজ অাহমদ তালুকদার বলেন, সেটা পরে দেখা যাবে। তবে নির্বাচনে আমাদের দুজনের একজনের হলেও অংশগ্রহন নিশ্চিত। ভাতিজা জয়নাল তালুকদার বলেন, প্রজন্মকে সুযোগ দেওয়া দরকার কারণ আমরা পারবো সমাজ কে মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত ও উন্নয়নে ভুমিকা রাখতে। আমি জনগনের মনোনিত প্রার্থী আমি বিপুল ভোটে জয় লাভ করবো এটা আমার দৃড় বিশ্বাস।
উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার উৎপল বড়ুয়া বলেন, আমরা জেনেছি উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে একই ঘরে চাচা ভাতিজা দুজনে নমিনেশন জমা দিয়েছেন। বাছাই পর্বে দুজনেই বৈধতা পেয়েছে। তবে দুজনের গ্রহনযোগ্যতা অাছে বলে ৭ নং ওয়ার্ডের ভোটাররা জানান।
Leave a Reply