রাজস্থলীতে নবনির্বাচিত ৩ ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ সম্পন্ন ।
রাজস্থলী প্রতিনিধিঃ
রাঙ্গামাটি জেলা আসন্ন ২০২১-এর ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের নব নির্বাচিত তিন ইউপি চেয়ারম্যানগণরা শপথ পাঠ গ্রহণ করেছেন।
রবিবার (৯ জানুয়ারী) বিকেলে জেলা প্রশাসনের নিজ সন্মেলন কক্ষে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
যেসব ইউনিয়নের চেয়ারম্যানরা শপথ নিয়েছেন তারা হলেন- রাজস্থলী উপজেলার উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নে রবার্ট ত্রিপুরা, ২নং গাইন্দ্যি ইউনিয়নের পুচিংমং মারমা, ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের আদোমং মারমা।
এসময় স্থানীয় সরকার উপ- পরিচালক মোঃ আলমামুন মিয়া,সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাথে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক চাইথোয়াইমং মারমা, মোঃ আজগর আলী খান,মোঃ কাইয়ুম হোসেন (মিরাজ) হারাধন কর্মকার সহ দলীয় নেতা কর্মী নেতৃবৃন্দ।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান শপথ বাক্য পাঠ শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, আপনারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন। নিজ নিজ এলাকায় আপনাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা দেশের জন্য, সমাজের উন্নয়নে কাজ করে যাবেন।
নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানরা অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, দেশে জাতির উন্নয়নের সেবক হিসাবে কাজ করবে । জনগণের সেবার মান উন্নয়নে, দেশের উন্নয়নে আমরা কাজ করে যাবো। শপথ অনুষ্ঠান শেষান্তে নবনির্বাচিত চেয়ারম্যান পক্ষ হতে জেলা প্রশাসককে ও ফুলেল শুভেচ্ছা জানান। নিজ নিজ
এলাকায় সুনামের সাথে জনগনের সেবক হিসাবে কাজ করার জন্য অনুরোধ করেন।
Leave a Reply