চাইথোয়াইমং মারমা রাজস্থলী(রাঙামাটি) প্রতিনিধিঃ
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা
দূর্গাপুজা উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করেছে রাজস্থলী উপজেলা প্রশাসন। ১০ অক্টোবর সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক মত বিনিময় সভার অনুষ্ঠিত হয়েছে। সভাতে উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা,ওসি মফজল আহমদ খান, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান গন উপস্থিত ছিলেন।
সভায় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সকলের সচেতনতা জরুরী। পার্বত্য এই রাজস্থলী উপজেলার সব ক’টি পুঁজা মন্ডপে যাতে সুনামের সহিত শান্তিপূর্ণ ভাবে পুঁজা উদযাপন হয় সে দায়িত্ব সবার।
এছাড়াও ধর্ম মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন অনুসরণ,আযান ও নামাজের সময়টা মাথায় রেখে সকলের সব ধরনের ধর্মীয় রীতি-নীতি অনুসরণের মধ্য দিয়ে সুন্দর ও সু-শৃঙ্খলভাবে ধর্মীয় বৃহত্তর এই উৎসব উদযাপনের উপর গুরুত্বারোপ করেন তিনি। সকলকে সরকারী স্বাস্থ্য বিধি মেনে দশনার্থীরা প্রবেশ করবে এবং দুর্গাপূজা উপভোগ করার জন্য আহবান জানাই। এছাড়াও যে কোন সমস্যায় সর্বাত্মক সার্বিক সহায়তায় উপজেলা প্রশাসন দিবে বলে তিনি মন্তব্য করেন।
এ আলোচনা সভায় বক্তব্য রাখেন,বাজার হরিমন্দির কমিটির সাধারন সম্পাদক ধনরাম কর্মকার, রাজস্থলী প্রেসক্লাব সভাপতি আজগর আলী খান প্রমূখ।
এতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় নেতা,অন্যান্য মসজিদের ইমাম থেকে শুরু করে রাজস্থলী উপজেলার সকল প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply