রাঙ্গামাটি প্রতিনিধি::
রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহযোগিতায় সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল, পোষাক ও প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ নভেম্বর) সকালে জেলা প্রশাসন কার্যালয়ের প্রাঙ্গণে স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে সদর উপজেলার ৬টি ইউনিয়নের ৬০জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে এসব বাইসাইকেল, পোষাক ও সরঞ্জাম বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের রাঙ্গামাটির উপ-পরিচালক মোঃ আল-মামুন মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাসুমা বেগম, ৬ ইউপি চেয়ারম্যানবৃন্দ ও গ্রাম পুলিশ সদস্যগণ প্রমূখ।
এসময় বক্তারা বলেন, সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশ সদস্যদের কাজ আরও গতিশীল হবে। ইউনিয়ন পরিষদের সব তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবে।
Leave a Reply