রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরের মাহিগঞ্জে ইয়াসমিন আক্তার কবিতা নামে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এলাকার বীরভদ্র বালাটারি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় কবিতার বাবা ইউসুফ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
ঘটনাস্থলে যাওয়া এসআই আশরাফ আলী জানান, ঘটনাস্থলে পৌঁছে জানতে পারি ইয়াসমিন আক্তার কবিতা এক যুবকের সঙ্গে প্রেমে জড়িয়েছে। এ নিয়ে শনিবার রাতে তাকে বেধড়ক পিটিয়েছে তার বাবা।
তিনি আরও বলেন, সকালে তার ঝুলন্ত মরদেহ দেখে কবিতার মা চিৎকার করেন। পরে এলাবাসী এসে মরদেহ নামিয়েছে। আমরা মরদেহ থানায় এনেছি। এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কবিতার বাবাকে আটক করা হয়েছে।
মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবার রহমান বলেন, এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।