রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরে প্রয়াত পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধিতে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।
দুপুরে রংপুরের পীরগঞ্জের লালদিঘি ফতেপুরস্থ ওয়াজেদ মিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত করেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন পাভেল, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সফেদ আশফাক তুহিন প্রমুখ।
এ সময় রংপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক লক্ষীণ চন্দ্র, রংপুর মহানগর যুবলীগের সভাপতি এবিএম সিরাজুম মনির বাশার, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা যুবলীগ নেতা মাজহারুল আলম মিলন, ফিরোজ আহম্মেদ, মোশারফ হোসেন মিঠু, রুবেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply