রংপুরে গাঁজাসহ আটক ইউপি সদস্য
রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিণী ইউনিয়নের(ইউপি) সদস্য মহুবুল ইসলাম (৪২) কে গাঁজাসহ আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রায় সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে ইউনিয়নের কেশবপুর মাট পাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।আটক মহুবুল ইসলাম সদ্যপুষ্করিনী ইউনিয়েন ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদ্যপুষ্করিনী ইউনিয়নের কেশবপুর এলাকায় অভিযান চালালে নিজ বাড়ি থেকে ওই ওয়ার্ডের ইউপি সদস্য মহুবুল ইসলাম কে গাঁজা সহ আটক করা হয়।এসময় তার সঙ্গে থাকা আরও এক সহযোগীকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রংপুর সদর কোতওয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান জানান,সদ্যপুষ্করিনী ইউনিয়নের কেশবপুর এলাকা থেকে সাড়ে ৩ কেজি গাঁজা সহ মহুবুল ইসলাম নামে এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে।তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply