রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরের মিঠাপুকুরে বালুবহনকারী একটি ট্রলি উল্টে উজ্জল চন্দ্র রায় (১৬) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) সকালে মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পশ্চিম মুরাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জল চন্দ্র রায় বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের কাচারীপাড়ার প্রমোদ চন্দ্র রায়ের ছেলে। সে বদরগঞ্জ উপজেলার কুতুবপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। উজ্জল চন্দ্র পড়ালেখার পাশাপাশি ট্রলির বদলী চালক হিসেবে কাজ করতো।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বদরগঞ্জ উপজেলার যমুনেশ্বরী নদীর নাগেরহাট এলাকা থেকে ট্রলিতে বালু পরিবহন করতেন উজ্জল চন্দ্র। সকালে বালু বোঝাই ট্রলি মিঠাপুকুরে নিয়ে যাওয়ার পথে মুরাদপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই নিহত হন উজ্জল চন্দ্র রায়।
মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, দুর্ঘটনায় উজ্জল চন্দ্র রায় নামে এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে। তবে কোনো অভিযোগ না থাকায় উজ্জলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply