রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় রংপুরের পীরগঞ্জের শ্বারদীয় দূর্গা পুজাঁ মন্ডপ গুলোর সার্বিক নিরাপত্তায় পুলিশের পাশাপাশি আনসার ভিডিপির টহল টিম নিরাপত্তায় সক্রীয় ভূমিকা পালন করছে। হিন্দু ধর্মের সবচেয়ে ধর্মীয় উৎসব এবারের শ্বারদীয় দূর্গা পুজাঁয় পুজা মন্ডপের নিরাপত্তার সরকারের সিদ্ধান্তে স্থায়ী ভাবে আনসার ভিডিপির কোন সদস্য দেয়া না হলেও পুলিশের পাশাপাশি আনসার ভিডিপির জরুরী নিরাপত্তা টিম (কুইক রেন্সপন্স টিম)-কে দিবারাত্রী ২৪ ঘন্টায় সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে। এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহিন মিয়ার সাথে কথা হলে তিনি বলেন- এবারে পুরো উপজেলায় মোট ৯৯টি পুজাঁ মন্ডপ রয়েছে। আমাদের বাহিনীর সদস্যদের দ্বারা সক্রিয় নিরাপত্তা প্রদানের জন্য ৯৯টি পুঁজা মন্ডপকে ৫ টি জোনে ভাগ করা হয়েছে। ১টি করে টহল টিমে ১২ জন আনসার ভিডিপির স্মার্ট কার্ডধারী অস্ত্র প্রশিক্ষণ প্রাপ্ত সদস্যকে অন্ত্র সহ নিয়োগ দেওয়া হয়েছে। ১৫০ জন সদস্য নিয়ে মোট ১৩ টি টহল টিম গঠন করা হয়েছে। ১০টি টহল টিম দিবারাত্রি ২৪ ঘন্টায় পালাক্রমে পুরো উপজেলার প্রতিটি মন্ডপে টহল নিরাপত্তায় সক্রিয় রয়েছে। অবশিষ্ট ৩ টি টহল টিমের ২ টি সর্বদা রিজার্ভ রেখে অপর ১টি টহল টিমের সাথে আমি নিজে (উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা) উপস্থিত থেকে বাকি ১০টি নিরাপত্তা টহল টিমকে পর্যবেক্ষণ সহ পুজাঁ মন্ডপগুলোর প্রতিটি পুজাঁ কমিটির সঙ্গে নিরাপত্তার সুবিধা-অসুবিধা নিয়ে মতবিনিময় করছি। আনসার ভিডিপির এ সক্রিয় নিরাপত্তার ব্যস্থার প্রশংসা সহ সাধুবাদ জানিয়েছে পুজাঁ কমিটির সদস্যরা। এ ব্যাপারে উপজেলার ভেন্ডাবাড়ী পুজাঁ মন্ডপের মংলু সোনার,পীরগঞ্জ পালপাড়া পুজাঁ কমিটির সভাপতি শ্রী বিনয় চন্দ্র মহন্ত ও সম্পাদক শ্রী পবিত্র চন্দ্র পাল বলেন- পুলিশের পাশাপাশি আনসার ভিডিপির নিরাপত্তার টহল সদস্যরাই সার্বক্ষণিক প্রশংসনীয়।
Leave a Reply