রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরের গঙ্গাচড়ায় র্যাব- ১৩ সদস্যরা অভিযান চালিয়ে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মানু মিয়া (৩৫) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার বিকেলে তাকে আলমবিদিতর ইউনিয়নের আহম্মেদ পাড়া এলাকা থেকে আটক করা হয়। মানু উপজেলার নোহালী ইউনিয়নের চর বাগডহরা গ্রামের আমিনুর রহমানের ছেলে।
গঙ্গাচড়া মডেল থানার এসআই মনোয়ার জানায়, মানু মিয়া গাঁজা বিক্রি করছিলো এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে এবং তার কাছ থেকে সাড়ে ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। এবং তাকে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার (২৭ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply