স্বপন মাহমুদ, সরিষাবাড়ী প্রতিনিধি:
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ড়াঃ মুরাদ হাসান এমপি বলেছেন, গৃহহীনদের ঘর প্রদান বিশ্বে এক নজীর বিহীন একটি উদ্যোগ।বাংলাদেশে অনেক সরকার এসেছে কিন্তু কোন সরকার এত বিপুল পরিমাণ গৃহহীনকে ঘর নির্মাণ করে দেয়ার কথা চিন্তা করেনি। জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করে প্রমাণ করেছেন। তাই যতদিন শেখ হাসিনার হাতে দেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ।
গত শুক্রবার (৩০ জুলাই) সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ও পৌর এলাকার তারিয়াপাড়া তৃতীয় লিঙ্গের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন ও খাদ্য সামগ্রী বিতরণ এবং বৃক্ষ রোপন কালে এসব কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোর্শেদা জামান, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ফাইজুল ওয়াসিমা নাহাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশীদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, পৌরসভার মেয়র মনির উদ্দিন,কাউন্সিলর সাখোয়াত আলম মুকুল প্রমূখ।