খালেদ খুররম পারভেজ ময়মনসিংহ।
ময়মনসিংহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন করা হয়েছে।
আজ সকালে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকসহ প্রশাসন ও বিভিন্ন সংগঠন এই উপলক্ষে সার্কিট হাউজ মাঠে শেখ রাসেলের অস্থায়ী বেদীতে পুষ্পার্ঘ অর্পন ও পরে সার্কিট হাউজ মাঠে বৃক্ষ রোপন করেন।
এদিকে শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে সাকিট হাউজ সংলগ্ন জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,ও টাউনহল প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আলহাজ্ব এডভোকেট জহিরুল হক খোকা এর সভাপতিত্বে ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ভাই এর পরিচালনায় এ সময় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি ফারুক আহমেদ খান,যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, এম এ কুদ্দুস,শওকত জাহান মুকুল,দপ্তর সম্পাদক আবু সাইদ দীন ইসলাম ফকরুল, বন ও পরিবেশ সম্পাদক মিরন চৌধুরী,যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান বাবু,বিঙ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম রাসেল ও ভিপি রাসেল প্রমোখ।
Leave a Reply