কামরুল ইসলাম খান, ফুলপুর উপজেলা প্রতিনিধি ।
ময়মনসিংহের ফুলপুরে সোমবার কালাজ্বর নির্মূল কার্যক্রম জোরদার করার জন্য উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় কালাজ্বর নির্মূল কমিটি, সিডিসি ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ আয়োজনে ও এ্যাসেড বাংলাদেশের সহযোগীতায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউল করিম রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভিন লাকি, ফুলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমর্কতা ডাঃ জায়েদ মাহবুব খান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রাণেশ চন্দ্র পন্ডিত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বশার ভূইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাছরিন আক্তার, জাতীয় কালাজ্বর নির্মূল কার্যক্রমের কর্মকর্তা শাহাদত হোসেন, শাখাওয়াত হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, ফুলপুর থানার প্রতিনিধি, মসজিদের ইমাম ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি গন সময় উপস্থিত ছিলেন
Leave a Reply