বাগেরহাটের মোড়েলগঞ্জ প্রতিনিধি মোঃগালিব খান
বাগেরহাটের মোড়েলগঞ্জের এক বাগান থেকে যুবকের মরাদেহ উদ্ধার করাহয়েছে।নিহতের নাম মোঃ হাবিবুল্লাহ হাওলাদার(১৮)। বুধবার বেলা সাত টার দিকে মধ্য বিশারীঘাটা গ্রামের কৃষক আউয়াল হাওলাদার তার বাড়ির বাগানে তার ছেলের মরাদেহ পড়ে থাকতে দেখেন।
গতদিন মঙ্গলবার সন্ধা সাড়ে সাতটার দিকে হাবিবুল্লাহ তার মায়ের সাথে কথাবলে ঘর থেকে বের হয়ে যায়।প্রায় বারো ঘন্টা নিখোঁজ থাকার পরে গতোদিন সকালে বাগানে তার মৃত্যুদেহ পাওয়া যায়।
এবিষয়ে আউয়াল হাওলাদার বলেন,সারারাত খুঁজে হাবিবুল্লাহর কোন সন্ধান পায়নি। গতো দিন সকাল সাত টার দিকে দেখে বাগানে পরে আছে।গলায় চাদর দিয়ে ফাসলাগানো।
এ বিষয়ে থানারওসি(তদন্ত) তুহিন মন্ডল বলেন,হাবিবুল্লাহর মৃত্যুর সঠিক কারন জানার জন্য তার লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পোস্টমর্টেম করতে পাঠানো হয়েছে
Leave a Reply