সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি।
মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত খুলনার ডুমুরিয়া উপজেলা সদরের যুবক গাজী তৌফিকুর রহমান কৌশিক(১৮) এর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ১১টায় নিজ গ্রাম সাহসে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্হানে তার দাফন করা হয়। নিহত যুবকের পারিবারিক সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলা সদরের সার ও কীটনাশক ব্যবসায়ী গাজী মিজানুর রহমানের ছেলে গাজী তৌফিকুর রহমান কৌশিক শুক্রবার রাত ৮ টার দিকে খুলনা নগরীর পাওয়ার হাউজ মোড়ে একটি ইজিবাইকের সাথে তার ব্যবহ্রত মোটর সাইকেলটির দূর্ঘটনা ঘটে।
এতে সে গুরুত্বর আহত হলে পথচারীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। গতকাল সকালে নিহত কৌশিকের লাশ গ্রামের বাড়ি সাহস গ্রামে নিয়ে সেখানে নামাজের জানাযা শেষে পারিবারিক কবর স্হানে দাফন করা হয়েছে।
Leave a Reply