ময়মনসিংহ ২১শে আগষ্ট ময়মনসিংহের মুক্তাগাছা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি ও মত বিনিময় সভা আজ দুপুরে ক্লাব মিলনায়তনে অনুষ্টিত হয়।সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এম পি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ক্লাব সভাপতি এফ এম সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তাগাছা পৌরসভার মেয়র বিল্লাল হোসেন সরকার, উপজেলা চেয়ারম্যন আল হাজ্ব আরব আলী, ইউ এন ও আব্দুল্লাহ আল মনছুর, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও ময়মনসিংহ প্রেস ক্লাবের সহ সভাপতি এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা, মুক্তাগাছা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এম ইদ্রিস আলী প্রমূখ।
অনুষ্ঠানে নব নির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়। প্রতিমন্ত্রী বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উপর গুরুত্ব আরোপ করে স্থানীয় সাংবাদিকদের এলাকার বিভিন্ন সমস্যা ও জনদূর্ভোগ নিয়ে সংবাদ পরিবেশনের আহবান জানান।
Leave a Reply