নিজস্ব প্রতিবেদক।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মীরসরাইয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন মীরসরাই স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে।
এতে সভাপতি হিসেবে পদ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের ১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শরিফ উদ্দিন চৌধুরী সিবলু, সাধারণ সম্পাদক হিসেবে পদ পেয়েছেন চবির রসায়ন বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইবনুল ইনতিসার।
শুক্রবার (৫ নভেম্বর) বিকালে সংগঠনটির শিক্ষক ও ছাত্র উপদেষ্টামন্ডলী আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন। সেই সাথে আগামী ৩ মাসের মধ্যে এই কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনাও প্রদান করেন।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন এ এইচ মাসুদ। সহ-সভাপতি হিসেবে আরও রয়েছেন মাহমুদ আরাফাত,সাইফ আবেদীন মিশু, মোরশেদ ফয়সাল, হাসান ,সাঈদ চৌধুরী।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন, আশরাফ আলী,তোফায়েল আহমেদ রিয়াদ, মাশরুর অনিক,নয়ন দাশ,আসদুল কাদের সায়মন ,মুরাদুল ইসলাম দিপু, শাহাবুদ্দিন ফাহিম, সায়েম ইউনুস ও সৌরভ বিশ্বাস।
সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন ইফতেখার ফয়সাল, আজাদুল ইসলাম,আনতারা রিয়া, শাকিল,আনিকা , আল নোমান, আব্বাস মাহমুদ ইমাদ,মাহমুদ সাজিত,নাজির সালেহীন শান,রকিবুল হক নাছিম।
এদিকে কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন মোরশেদ আলম পলাশ, প্রচার সম্পাদক ইফতেখায়রুল ইসলাম সৈকত, অর্থ সম্পাদক জিল্লুর রহমান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার হক চৌধুরী মাহির, ক্রীড়া সম্পাদক ইফতেখার, মোহাম্মদ. সিয়াম, শিক্ষা ও গবেষণা সম্পাদক: আজিজুল হক, ছাত্রী বিষয়ক সম্পাদক : সামিয়া নাজনীন।
এছাড়া উপ-দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন মুস্তাইন বিল্লাহ, উপ -প্রচার সম্পাদক আসিফুল আলম, সহ-সম্পাদক পুনম বড়ুয়া নিশান এবং সদস্য আকিবুল ইসলাম শাকিব ও তৌহিদ বিন আলম |
সংগঠনটির নব নির্বাচিত সভাপতি-সম্পাদক বলেন, নতুন কমিটিতে আমাদের সুযোগ দেওয়ায় সকল সংশ্লিষ্ট কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা চাই সকলকে সাথে নিয়ে একটি সাংগঠনিক কাঠামোর মাধ্যমে শিক্ষার্থীদের এবং এসোসিয়েশন উন্নয়নে কাজ করে যেতে। কমিটির সদস্য ও বাহিরের সকল ছাত্র-ছাত্রীদের সহযোগিতা কামনা করছি।
Leave a Reply