নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে উপজেলার ১৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০১ জন, সংরক্ষিত সদস্য পদে ১৭৯ জন ও সাধারণ সদস্য পদে ৫৭১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। পূর্ব ঘোষিত তফসীল অনুযায়ী মঙ্গলবার (২ নভেম্বর) বিকেল ৫ টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। প্রার্থী সংখ্যা নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ভারশোঁ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত সদস্য পদে ১৬ জন ও সাধারণ সদস্য পদে ৫০ জন, ভালাইন ইউনিয়নে চেয়ারম্যান ৬ জন, সংরক্ষিত সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৪৬ জন, পরানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত সদস্য পদে ১৫ জন ও সাধারণ সদস্য পদে ৪৭ জন, মান্দা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৪২ জন, গনেশপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৪৬ জন, মৈনম ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৪৩ জন, প্রসাদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৪৬ জন, কুসুম্বা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৩৪ জন,
তেঁতুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৪০ জন, নুরুল্লাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত সদস্য পদে ১৬ জন ও সাধারণ সদস্য পদে ৩৬ জন, কালিকাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৪৩ জন, কাঁশোপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ২৮ জন, কসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৩৩ জন এবং বিষ্ণুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৩৭ জন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আরো বলেন, আগামী ৪ নভেম্বর প্রার্থীতা বাছাই ও ১২ নভেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
Leave a Reply