ন্য্য্য্য্য্য্য্্য্য্য্য্য্য্য্য্য
আবদুল জলিল
চারদিকঅখ্য ধার্মিক ভবে মানুষ দেখি কম
অমানুষের ভীরে জন্মে মিলছেনা উপশম।
ধরায় করো মানবের ক্ষতি শিখিয়েছে কোন ধর্ম?
ধর্মের অপব্যখ্যায় চালাও অবিরাম কুকর্ম।
ধর্ম শেখায় মানবিক হও শান্তি প্রতিষ্ঠা করো
এ মানবতার দোহাই দিয়ে
মানুষ কেমনে মারো?
দিনশেষে মোরা সবাই মানুষ একপাতে খাই-চলি
অজ্ঞদের নির্দেশনায়
কেনো মানবতার দাও বলি।
সৌহার্দ্য সম্প্রীতিতে সকলে হও মানবতাগামী দ্যুলোক-ভূলোকে মিলবে শান্তি বলেছেন অন্তর্যামী।
অন্ধত্ব গোঁড়ামী নয়
ধর্ম আগে জানো
মানবতাই খাঁটি ধর্ম
অনন্তর সব মানো।
Leave a Reply