মোঃ জসিম উদ্দিনঃ
মাধবপুর ২নং চৌমুহনীর শাহ সৈয়দ আমান উল্লাহ চুন্নুর উঠান বৈঠকে হাজার হাজার মানুষের ঢল নামে।
হবিগঞ্জ মাধবপুর উপজেলার ২ নং চৌমুহনী ইউপির কাশিমপুর নিজ বাড়ীতে এই উঠান বৈঠক অনুষ্টিত হয়।
যানা যায় পূর্ব প্রস্তুুতি ছাড়াই আমান উল্লাহ চুন্নু ডাক দেয় তার নিজ গ্রামের মানুষের সাথে আলাপচারিতার জন্য। পরে খবরটি মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে প্রায় কয়েকটি ওয়ার্ডে। সন্ধার পর থেকেই ইউপির ভিবিন্ন স্থান থেকে মানুষ জরো হতে থাকে আমান উল্লাহর বাড়িতে। এ সময় উপস্থিতিদের মধ্যে আলোচনা করেন উপজেলার ২নং চৌমুহনী ইউপির চেয়ারম্যান প্রার্থি শাহ সৈয়দ আমান উল্লাহ চুন্নু সহ মোঃ নুর মিয়া, মোঃ আকুল মিয়া, মনির চৌধুরি, আমান উল্লাহ চুন্নুর সুযোগ্য সন্তান শাহ সৈয়দ মুহিব উল্লাহ মুবিন, তার ভাই শাহ সৈয়দ সলিম উল্লাহ খোকন, ডাঃ মোঃ জসিম উদ্দিন, মোঃ শামিম মিয়া, মোঃ কাশেম মিয়া, মোঃ দ্বীন ইসলাম, মোঃ খেলু মিয়া সর্দার, সহ আরও অনেকে।পরে দোয়া ও তাবারব বিতরনের মাধ্যমে উঠান বৈঠকের সমাপ্তি ঘোষনা করা হয়।
Leave a Reply