মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এসএফএ এম শাহজাহান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।
প্রধান শিক্ষক ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা সুকোমল রায়, প্রাক্তন প্রধান শিক্ষক সাইফুল হক মির্জা, বিদ্যুৎসাহী সদস্য শাহ মোঃ সেলিম, আলমগীর হোসেন টিপু, মাসুকুর রহমান, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান, সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সহ প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, মওলানা শিক্ষক জুনাইদ আহম্মেদ লস্কর প্রমুখ।
Leave a Reply