মাধবপুর প্রতিনিধি:ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় বৃহস্পতিবার সকালে দ্রুতগামী বাসের চাপায় ফিরোজ মিয়া(৪৫)নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছে। ফিরোজ মিয়া উপজেলার বাঘাসুরা ইউনিয়নের আলিনগর গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদশী সূত্রে জানা যায়-বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উল্লেখিত এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী কুমিল্লা ট্রান্সপোর্ট নামে যাত্রীবাহী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই ফিরোজ মিয়া নিহত হয়।এ সময় এলাকার বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহা সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে।
বেশ কিছু সময় যান চলাচল বন্ধ থাকার পর খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এস.আই মুসলেহউদ্দিন সহ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে যান চলাচল স্বাভাবিক করে।
পরে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন-রাস্তা পারাপারের সময় ফিরোজ মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
Leave a Reply