মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে ডাকাত ধরতে গিয়ে আফসারুল আমিন নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যকে মাধবপুরের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) রাতে মাধবপুর উপজেলার হবিবপুর গ্রামে অভিযান চালিয়ে ডাকাত রুবেলকে গ্রেপ্তারের সময় তার সঙ্গে সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। এতে আহত হন পুলিশ সদস্য আফসারুল আমিন।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মুর্শেদ আলম জানান, শুক্রবার রাতে একদল পুলিশ নিয়ে মাধবপুর উপজেলার হবিবপুর গ্রামে অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত হবিবপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে রুবেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় রুবেল পালিয়ে যেতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এতে পুলিশ সদস্য আফসারুল আমিন (কগ নং ৪৩০) আহত হয়। ডাকাত রুবেলের বিরুদ্ধে ৬ টি মামলা রয়েছে।
Leave a Reply