মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছ।
এ বছর নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘আমি প্রজন্মের সমতা: নারী অধিকারের প্রতি সচেতনতা’। আর বাংলাদেশে সরকারের পক্ষ থেকে দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’।
আজ সারা বিশ্ব ঘটা করে যে নারী দিবসটি পালন করে তার সৃষ্টি কিন্তু নারী শ্রমিকদের অধিকার আদায়ের নিরন্তর সংগ্রামে। নারীরা প্রাথমিকভাবে যখন কর্মক্ষেত্রে প্রবেশ করে তখন সেখানে মজুরি বৈষম্য ছিল, কর্মঘণ্টা নির্দিষ্ট ছিল না, কাজের পরিবেশও ছিল অমানবিক।
এসব অরাজক পরিস্থিতির বিরুদ্ধে নারী শ্রমিকরা রাস্তায় নেমে পড়ে। ১৮৫৭ সালে আমেরিকার নিউইয়র্কের রাস্তায় নামেন সুতা কারখানার নারী শ্রমিকরা, প্রতিবাদী মিছিল বের হয়, দমন-নিপীড়নের জন্য সে মিছিলে গুলি চালাতে দ্বিধা করেনি সে সময়কার শাসকগোষ্ঠী।
রবিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার এর নেতৃত্বে এক শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম,প্রেস সেক্রেটারি সাব্বির হাসান, পারভিন সুলতানা, সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল নাজিম,রোখসানা পারভীন প্রমুখ।
Leave a Reply