আবুল হাসেম,মাটিরাঙ্গা প্রতিনিধি
কোভিড-১৯ সংক্রমণ রোধে রাজধানীসহ সারাদেশে দ্বিতীয় দফায় মঞ্চমদিনের মতো খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চলছে ‘কঠোর লকডাউন’।
আজকের লকডাউনে মাটিরাঙ্গার চিত্র ভিন্ন। পুরো বাজারজুড়ে লোকে লোকারণ্য। প্রায় প্রত্যেকটা দোকানের সামনে রয়েছে ক্রেতাদের ভিড়। প্রশাসন আসার খবর পেলেই শাটার নামিয়ে দিচ্ছে দোকানের সামনে বসে থাকা কর্মচারী। সরে যাচ্ছে ক্রেতারা। প্রশাসনের সাথে এসব নিত্যদিনের লুকোচুরি নিয়েই চলছে মাটিরাঙ্গার লকডাউন।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার (অ.দা) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্যাহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
মঙ্গলবার ২৭ জুলাই সকাল থেকে শুরু করে বিকাল সাড়ে ৬টা পর্যন্ত মাটিরাঙ্গা পৌর এলাকায় অভিযান চালিয়ে জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়ায় ৩ জনকে আটক করা হয়েছে। এছাড়াও চলমান বিধিনিষেধ অমান্য করার দায়ে ৬টি মামলায় ২হাজার টাকা জরিমানা করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার (অ.দা) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্যাহ দেশে করোনার প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে মন্তব্য করে বলেন,জনসাধারণকে বিধিনিষেধ মানাতে ও সরকারি নির্দেশনা প্রতিপালনে মাঠে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়াও বাধ্যতামুলক স্বাস্থবিধি মেনে চলার আহবান জানান তিনি।