বাবুখালী ইউনিয়নের হরিনাডাঙ্গা গ্রামের দুই পাট ব্যবসায়ী আল- ইমরান ও মিজান মোল্যার মধ্যে পাট ক্রয় নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় দুই গ্রুপের ৪ জনকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বিকালে বাবুখালী বাজারে এ ঘটনা ঘটে।
বাজার ব্যবসায়ীরা জানায়, প্রথমে মিজান একজন পাট বিক্রেতাকে দোকানে ডেকে পাটের দাম দেন ৩ হাজার টাকা। পাশের পাট ব্যবসায়ী ইমরান ৩ হাজার পঁয়ত্রিশ টাকা দাম দেন। এ ঘটনায় উত্তেজনাবসত দুই ব্যক্তির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই খবর হরিনাডাঙ্গা গ্রামে ছরিয়ে গেলে দুই পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে বাবুখালী বাজারে মহরা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রন আনতে বাবুখালী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল থেকে পুলিশ চার জনকে আটক করে।
আটককৃতরা হলেন, আল ইমরান (বাঁশি), সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম (শফি), মো. সোহেল ও সাফায়েত মোল্যা।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
Leave a Reply