বোরহান উদ্দিন
মা একটি মধুর বলি
সবাই আমরা বলেই থাকি
জীবন যুদ্ধে জয়ী হতে
মায়ের দোয়া সাথেই রাখি
দশ মাস দশ দিন পেটে রেখে
দিছে মা জন্ম মোদের
নিজের ক্ষুধা না মেটায় মা
মোদের ক্ষুধা মেটায়
কেমন করে করে ভুলি তাঁরে
কেমনে ছাড়ি রাস্তায়
বৃদ্ধা আশ্রমে কেমন করে
রাখি তাকে একলা
মা একদিন তোমারা ও হবে
বুঝবে মায়ের মর্ম
তখন হয়তো মা পাবে না
ঝরবে চোখের অশ্রুু
সময় থাকতে মায়ের সেবা
করাই হবে কাম্য
নবী(সাঃ)বলেই গেছেন
বেহেশত যদি পেতে চাও
মায়ের পায়ের নিচে যাও
Leave a Reply