নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে মহান বিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।
আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশিক খান, থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরী।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম তালেব, মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউপি’র সচিব, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ অনুষ্ঠানে অংশ নেন।
Leave a Reply