মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের রাহাতপুর গ্রামের ইরাক প্রবাসি স্বাধীনের স্ত্রী খাদিজা (২২) নামের ট্রাকের সামনের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২ঃ০০ ঘটিকায় রাহাতপুর গ্রামে নিহত খাদিজার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, নহাটা থেকে মটোরসাইকেল যোগে বাড়িতে ফিরার সময় রাহাতপুর সুইসগেট সংলগ্ন পশ্চিম পাশে নহাটা-রাজাপুর সড়কে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়, এসময় মোটরসাইকেল আরোহী মোছাঃখাদিজা(২৪)ঘটনাস্থলেই মারাযান। ঘটনার সময় খাদিজার কোলে থাকা কন্যা শিশু পাশের ধান ক্ষেতে গিয়ে আছড়ে পড়ায় অক্ষত রয়েছে।এদিকে ঘাতক ট্রাকটি নহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আটকে রাখা হয়েছে বলে যানা গেছে।
Leave a Reply