আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে রাস্তার উপর নির্মান সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে একজনকে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে উপজেলার সেগুনবাগান এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নাজির নাজমুল হোসেন জানান, আদালত পাড়ার সেগুনবাগান এলাকার জহিরুল ইসলাম রাস্তার উপর নির্মান সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছিলেন। স্থানীয়রা বলার পরও তিনি বিষয়টি আমলে নেননি। বুধবার দুপুরে ইউএনও শামীমা ইয়াসমিন ঘটনাস্থলে গিয়ে জহিরুল ইসলামকে দুই হাজার টাকা জরিমানা করেন। একই সাথে দ্রুততম সময়ের মধ্যে নির্মান সামগ্রী সরিয়ে রাস্তার প্রতিবন্ধকতা দূর করার নির্দেশ দেন।
Leave a Reply