আঃ হামিদ মধুপুর ( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে ন্যাশনাল লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টায় মধুপুরের পাহাড়ী অঞ্চল দোখলা এলাকায় টাঙ্গাইল জেলা কূলি মজদুর ইউনিয়ন দোখলা চৌরাস্তা শাখা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ট্রাইভাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান উইলিয়াম দাজেল। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ন্যাশনাল ইনসিওর্যান্স এর টাঙ্গাইল এলেঙ্গা জোনের ডিপুটি ম্যানেজার কাজী একরামুল হক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ভূঞাপুরের কর্মকর্তা সেলিম মিয়া, গ্রামীণ ব্যাংক দোখালা শাখার ব্যবস্থাপক আলী আজগর, শোলাকুড়ী ইউনিয়ন পরিষদের সদস্য বিনেশ রেমা প্রমূখ। ওই সভায় প্রতিটি মানুষের জীবনের বীমার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা সভায় মধুপুর উপজেলার ইউনিট ম্যানেজার হিসেবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসানকে সবার মাঝে পরিচয় করিয়ে দেওয়া হয়।
Leave a Reply