আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সফলতা বয়ে আনার জন্য মির্জাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ২৮ নভেম্বর ৩য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষনা করা হয় । উক্ত তারিখে ৬ নং মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা প্রতীকে মধূপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদিক কে মনোনীত করা হয় । সে লক্ষে নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী করার জন্য সকলে একাত্ব ঘোষনা করেন।
রবিবার (১৪ নভেম্বর ) বিকাল ৫ ঘটিকায় মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদ মাঠে নির্বাচনী কর্মী সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হামিদ মাষ্টারের সভাপতিত্বে নির্বাচনী কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ ,টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি শামসুল হক, টাঙ্গাইল জেলা শাখার সাংগাঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, সরোয়ার আলম খান আবু, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড, ইয়াকুব আলী ,আব্দুল গফুর মন্টু, বাপ্পু সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মাসুদ পারভেজ, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান তালুকদার প্রমুখ। কর্মী সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতিক সম্পাদক খন্দকার সামছুল আরেফিন শরীফ।
Leave a Reply