মোঃজহুরুল ইসলামি, কাজিপুর প্রতিনিধি।।
কাজিপুরে ভয়েস অব কাজিপুরের উদ্যোগে এবং অর্থায়নে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৮অঅক্টোবর) বিকালে উপজেলা অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগন্জ -১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।
ভয়েস অব কাজিপুরের সভাপতি প্রকৌশলী সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আনিসুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভয়েস অব কাজিপুরের সাধারণ সম্পাদক, জান্নাতুল হক শাপলা। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি উপজেলা আঃলীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন।আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, অত্র সংগঠনের সহসভাপতি আব্দুর রাজ্জাক , আঃ মজিদ বাবু। থানা ইনচার্জ পঞ্চনন্দসরকার , উপদেষ্টা রোকন সিরাজী, মহিলা বিষয়ক সম্পাদিকা আশা সরকার,কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম চিসতি।
ভয়েস অব কাজিপুরের প্রতিষ্ঠাতা সভাপতি আশকার পাইন প্রমুখ।
মানবিক সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে ১৪টি সেলাইমেশিন, ৪টি হুইলচেয়ার, ২টি ঘর, ৪টি দোকান, ৩ টি নলকুপ,৬টি ছাগল এবং ২০০০হাজার টাকা করে ১০জনকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
Leave a Reply