চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি নয়ন ঘোষ ।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ফলিমারি-সোনাজল বিলে গত ২৩ আগষ্ট পরিবহনে আলোচিত ডাকাতির ঘটনায় আরও ২ জন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখার ডিবি পুলিশ।
ডিবি পুলিশের চৌকস অফিসার আসগার আলীর নেতৃত্বে ডিবির সঙ্গীয় ফোর্স রবিবার (১২ সেপ্টেম্বর) রাত্রি ৩.২৫ ঘটিকা ও দুপুর ১১.১০ ঘটিকার দিকে জেলার সদর মডেল থানাধীন সিসিডিবি মোড় ও শান্তির মোড়ে পৃথক অভিযান চালিয়ে ২জন ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার উপরচাকপাড়া মৃত মফিজ উদ্দিনের ছেলে আহসান ঠুটা (৪০),গোমস্তাপুর উপজেলার নরশিয়া গ্রামের আলী হোসেনের ছেলে কবিরুল ইসলাম বাইরুল (৩৫)।
এসময় পৃথক অভিযান চালিয়ে দুজনের হেফাজত থেকে ১০০ পিস করে মোট ২০০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং ভোলাহাট ফলিমারি-সোনাজল বিল এলাকায় ডাকাতির ঘটনায় লুন্ঠিত হওয়া দুজনের কাছ থেকে ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উক্ত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply