নিজস্ব প্রতিবেদক।
রায়গঞ্জের ৫ নং চান্দাইকোনা ইউনিয়ন এর ০৯ নং ওয়ার্ডের বহুল আলোচিত একজন মেম্বার নাম তার আব্দুল আলিম। চাঁদাবাজি, জমি দখল, হামলা,মামলা এমন কোন অভিযোগ বাদ নেই যেটি আলিমের বিরুদ্ধে হয় নাই। মেম্বার থাকাকালীন সময়ে তাকে নিয়ে পত্র পত্রিকা সহ বেশ কয়েকটি টিভি চ্যানলেও একাধিকবার নিউজ হয়েছে কিন্তু কিছুতেই দমানো যায়নি তাকে। অজানা খুঁটির জোরে বারে বারেই রেহাই পেয়ে গেছে আলিম মেম্বার। গত পহেলা নভেম্বর তার নিজ গ্রাম সরাইহাজীপুরের হাজী চাঁদ মোঃ খান আলীর পুত্র মোঃ আব্দুর রশিদ খান থানায় আলিম মেম্বার এর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছিলেন। যেখানে সাংবাদিকের উপর হামলার কথাও উল্লেখ ছিল। এই হামলার প্রতিবাদে গত ২ রা নভেম্বর পশ্চিম লক্ষীকোলার হঠাৎ বাজারে বিশাল একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত হামলার কারন ছিল রশিদ খান ছিলেন আলিমের প্রতিপক্ষ্যের মেম্বার প্রার্থী শরিফুল ইসলাম শরিফের সমর্থক।
উক্ত রশিদ খানের অভিযোগের কোন সুরাহা না হতেই গত ১১ ই নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আলিম মেম্বার শরিফুল ইসলাম শরিফের নিকট পরাজিত হয়। নির্বাচনে পরাজিত হবার পর থেকেই আরো বেপরোয়া হয়ে যায় আলিম মেম্বার। একের পর এক চলতে থাকে নব নির্বাচিত মেম্বার শরিফের সমর্থকদের উপর হুমকি ধামকি। এর ধারাবাহিকতায় ১৩ নভেম্বর শরিফ মেম্বারের সমর্থক সরাইহাজীপুর গ্রামের আব্দুল হামিদ খানের পুত্র মোঃ হায়দার আলী খানের উপর হামলা হলে তিনি নিজে বাদী হয়ে আলিম মেম্বার সহ মোট চার জনের নামে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের বিবরনে জানা যায়, উপরোক্ত অভিযোগকারি হায়দার আলী খান ১৩ নভেম্বর সকাল ৯ ঘটিকার সময় তাহার নিজ গ্রাম সরাইহাজীপুরস্থ জনৈক আবু তাহের এর দোকান ঘরের নিকট পৌঁছা মাত্র আলিম মেম্বার ও অভিযুক্ত অন্য তিনজন সহ আরো অজ্ঞাতনামা ৬/৭ জন তাহার পথরোধ করে এবং তাহাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। সে তাহাতে বাধা প্রদান করিলে বিবাদীগণ তাহার উপর ক্ষিপ্ত হয়ে আলিমের হুকুমে এলোপাতাড়ি ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ছেলা ফুলা জখম করে। বাদীর ডাক চিৎকারে স্বাক্ষীগণ সহ আশেপাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে বিবাদীগণ তাহাকে প্রাণে মারিয়া ফেলিবে মর্মে ভয়ভীতি দেখাইয়া দ্রুত চলিয়া যায়। বাদীর স্বাক্ষীগণকে জিজ্ঞাসাবাদ করিলে তাহারা ঘটনার সত্যতা স্বীকার করে।
Leave a Reply