চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি , নয়ন ঘোষ ।
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়।
আজ (২২ সেপ্টেম্বর) বুধবার সকাল সাড়ে ১০টার সময় নাচোল বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযান পরিচালনা কালীন সময় একটি কসমেটিকস স্টোরে সংরক্ষিত থাকা বিভিন্ন ব্র্যান্ডের নকল কসমেটিক অভিযান চালিয়ে জব্দ করতে সক্ষম হয়।
নকল কসমেটিকস সহ বিভিন্ন পণ্যগুলো আসল বলে গ্রাহকদের জানাতো দোকানিরা, সেই বিশ্বাসেই গ্রাহকরা পণ্যগুলো অরিজিনাল বলেই ধরে নিতো।
নকল কসমেটিকস বিক্রি ও গ্রাহদের সাথে প্রতারণার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কসমেটিকস এর দোকান মালিকে (১০ হাজার টাকা) জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পরিচালক জহিরুল ইসলাম।
জব্দকৃত নকল ব্র্যান্ডের বিভিন্ন পণ্যগুলো নাচোল বাজারে জনসাধারণ মানুষের সামনে ধ্বংস করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জহিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. কোবাদ আলী ও নাচোল থানা পুলিশের একটি চৌকস টিম।
Leave a Reply