কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম। ।
ভারতের হিমাচল প্রদেশের রাজধানী সিমলার কাচিঘাটিতে আজ সাতসকালে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিশাল আটতলা বাড়ি। যদিও আগে থেকেই বাড়িতে ফাটল ধরায় বাড়ি ছেড়ে সবাই বের হয়ে আসেন। যার ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি। কারণ ভারতের সিমলায় কাচিঘাটিতে যে বাড়ি টি ভেঙে পড়ে তার আশেপাশের এলাকায় কোন বাড়িতে তেমন ক্ষতিগ্রস্ত হয় নি । কারণ আগে থেকেই আগাম সতর্কবার্তা দিয়েছিল সিমলা পৌরসভার পক্ষ থেকে। সেই সঙ্গে ভেঙে পড়া বাড়ির আশেপাশে কোন বাড়িতে কোন ক্ষতি হয় নি। ভারতের সিমলায় বহু ঘরবাড়ি পাহাড়ের ঢালে । কোথাও পাড়ার কেটে তার ঢাল থেকে বাড়ি শুরু করে দেয়। যার ফলে যখন অতি বৃষ্টি ও ভূমিকম্প এবং প্রকৃতিক দুর্যোগ দেখা দিলে পাহাড়ে ধস নেমে বহু ঘরবাড়ি মাটির সাথে মিশিয়ে দেয়। শুধু তাই নয় হঠাৎ করে পাহাড়ের পাদদেশে ঘরবাড়ির উপর উপর থেকে পাথরের বড় বড় চাই এসে পড়ে ঘরবাড়ি কে ধুলিষৎ করে দেয়। তার ফলে ব্যাপক মানুষের জীবন হানি ঘটে। ।
Leave a Reply