ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম। ভারতের রাজ্যে রাজনিতিতে ভারতের তৃনমূল দল নিজেকে ভারতের একমাত্র বিকল্প দল হিসেবে হাজির করতে শুরু করেছিল বিজেপি ও ভারতের জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে। সেই খেলা টা শুরু করে দিয়েছিল গত বিধান সভায় বিজেপি কে পশ্চিম বাংলার বুকে পরাজিত করে। এবং কোন বড় বাধা ও ধাক্কা না খেয়ে একক ভাবে ক্ষমতা দখল করে। তার পর গঙ্গার জল ধীরে ধীরে গড়াতে থাকে দিল্লির দিকে লক্ষ্য করে। তৃনমূল দল পশ্চিম বাংলার ক্ষমতা ধরে রেখে প্রতিবেশী রাজ্য ত্রিপুরার দিকে অগ্রসর হতে থাকে ও পশ্চিম বাংলা থেকে আইপ্যাক এর প্রতিনিধি প্রশান্ত কিশোর এর দল বল কে সেখানে পাঠানো হয় দল কে প্রচারিত করার জন্য। কিন্তু সম্মতি পশ্চিম বাংলার মাটিতে বিজেপি নেতা ও কর্মীদের উপর অত্যাচার ও হত্যা এবং খুন এবং ধর্ষণের মতো ঘটনা ওখানকার বিজেপি নেতা ও কর্মীরা মেনে নিতে পারেন নি। তার মধ্যে যখন ভারতের তৃনমূল দলের নেতা ও কর্মীরা ত্রিপুরা রাজ্যের মাটিতে পা দেন তখন তাদের উপর হামলা চালায় বিজেপির কর্মীরা। তার উপর ত্রিপুরাতে পশ্চিম বাংলার কায়দায় ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও কর্মীদের ভাঙাতে থাকায় তারা তৃনমূল দলের এই দল ভাঙানো কাজটি ভালো চোখে দেখেন নি । কিছুদিন আগে ত্রিপুরাতে ভারতের জাতীয় কংগ্রেসের নেতা সুবোল ভৌমিক কে ভাঙিয়ে তৃনমূল দলে টেনে নেয়। এবং অসমের ভারতের জাতীয় কংগ্রেসের মহিলা নেত্রী সুশমীতা দেব কে তৃনমূল দলে যোগদান করতে ভারতের পূর্ব ও উত্তর রাজ্যের ভারতের জাতীয় কংগ্রেস দুর্বল হয়ে যায়। তার উপর গত দুই দিন আগে ত্রিপুরাতে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি শ্রী পূযীষকান্তি বিশ্বাস কে তৃনমূল দলে যোগদান করতে যাচ্ছেন বলে খবর পাওয়া যায়। এবং তিনি সভাপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেন। অবশেষে নড়েচড়ে বসে ভারতের জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। তারা সদ্য ভারতের জাতীয় কংগ্রেসে যোগদান কারী অবসরপ্রাপ্ত আই পি এস অফিসার শ্রী অজয় কুমার কে ত্রিপুরাতে পাঠানো হয়। তিনি গিয়ে ত্রিপুরাতে দলের নেতা ও কর্মীদের সঙ্গে বসেন। এবং তিনি সোনিয়া গান্ধীর সাথে যোগাযোগ করে ত্রিপুরাতে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি পদে নিযুক্ত করেন শ্রী পূযীষকান্তি বিশ্বাস কে । এই ঘটনার ফলে তৃনমূল দলের নেতা ও দৌত্যের দৌড় প্রতিযোগিতা থমকে দিয়েছেন ভারতের জাতীয় কংগ্রেসের অবজারভার সাবেক আই পি এস অফিসার শ্রী অজয় কুমার । যার ফলে তৃনমূল দলের ত্রিপুরাতে কানা মাছি ভো ভো যাকে পারিস তা ছৌ এই খেলা বন্ধ হয়ে গেল সাময়িক ভাবে।
Leave a Reply