মোঃ মাসুদ রানা রাশেদ:
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে ২জন বাংলাদেশী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) মধ্য রাতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তের ৯১৭নং মেইন পিলারের ৫নং কাছে এ ঘটনা ঘটে মর্মে জানা গেছে।
গোড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুল ইসলাম মাদুল সাংবাদিকদের জানান, মালগাড়া এলাকার আলতাব হোসেনের পুত্র আসাদুজ্জামান ভাসানী ও মোসলেম উদ্দিনের পুত্র ঈদ্রিস আলীসহ কয়েকজন সীমান্তের কাছে যায়।
এ সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুনজুড়ি ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি করেন। তাদের গুলিতে আসাদুজ্জামান ভাসানী ও মোসলেম উদ্দিন মারা যায় ও কয়েক জন আহত হয়। বিএসএফ নিহত ২জনের লাশ নিয়ে গেছে বলে জানান তিনি।
তবে এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর সাথে যোগাযোগ করা হলে বিষয়টি তাদের জানা নেই বলে দাবি করেন।
খবর পাওয়ার পর খোঁজ নেয়া হচ্ছে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়।
Leave a Reply