এম এফ এইচ রাজু, পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় কোভিড-১৯ পরিস্থিতিতে প্রাথমিক বিদ্যালয় খোলা ও শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ই সেপ্টেম্বর) উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পরিষদের সহযোগিতায় উপজেলা শিক্ষা অফিস এ মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধর এতে সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নাছির উদ্দীন খলিফা। এসময়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা , ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলার ১৬৪ টি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও শিক্ষক, শিক্ষিকা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুদের ঝরে-পড়া রোধসহ বিভিন্ন বিষয়ে গুনগত মান উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে আহ্বান জানিয়েন বক্তারা।
Leave a Reply