এম এফ এইচ রাজু পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আফসানা আক্তার (২২) এক কলেজ শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আফসানা আক্তার পিরোজপুর সরওয়ার্দী কলেজে অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী৷ আফসানা আক্তার ভাণ্ডারিয়া উপজেলার ২ নং নদমুলা শিয়ালকাঠী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আলম হাওলাদার এর মেয়ে।
আফসানার পিতা আলম হাওলাদার জানান, গত এক বছর আগে আফসানার নয়ন নামের একটি ছেলের সাথে সম্পর্কের মাধ্যমে বিয়ে হয়। কিন্তু তার সাথে বুনিবোনাত না হওয়ায় কিছুদিন পরেই আফসানার বিবাহ বিচ্ছেদ হয়।
এর পরে উপজেলা পৌর শহরের ২ নম্বর ওয়ার্ড এলাকায় বসবাসরত খলিলুর রহমানের ছেলে সৌদী প্রবাসী সজিবের সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং পারিবারিক ভাবে ভিডিও কলের মাধ্যমে তাদের বিবাহ সম্পন্ন হয়েছিল। কিন্তু কিছুদিন ধরে উভয়ের মধ্যে কথার কাটাকাটি হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এরপর থেকে আফসানা একাকীত্ব বোধ করতে থাকে এবং আমরা তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করলে সে তাতে রাজি হচ্ছিল না কিন্তু এ বিষয়ে আমরা আফসানাকে কোনো প্রকার বাধ্য করি নি বিয়ে দেওয়ার জন্য, এমন অবস্থায় সবকিছু স্বাভাবিক ছিল, এমনকি আফসানার আত্মহত্যার ১০ মিনিট আগে পর্যন্ত সবকিছুই স্বাভাবিক ছিল৷ কিন্তু ঠিক কী কারণে আফছানা আত্মহত্যার পথ বেছে নিয়েছে তা আমাদের বোধগম্য নয়।
আফসানার ছোট ভাই আফ্রিদী জানান, গতকাল শনিবার দিবাগত রাতে আফছানা প্রতিদিনের ন্যায় রাতের খাবার শেষে মায়ের সাথে ঘুমিয়ে পড়ে এবং রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে ।
এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাসুমুর রহমান বিশ্বাস জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তর রিপোর্টের জন্য মৃত দেহ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। সুরাতহাল রিপোর্ট পেলে মৃত্যুর মূল রহস্য জানা যাবে।
Leave a Reply