ভাণ্ডারিয়ায় যুব সংহতির উপজেলা সদস্য সচিবের মুক্তির দাবিতে মানববন্ধন
এম এফ এইচ রাজু
পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বুধবার (২৫ আগস্ট) উপজেলা যুব সংহতির সদস্য সচিব মোঃ মামুনুর রশিদ সরদার এবং তার ছোট ভাই মাসুদ সর্দারের নিঃশর্ত মুক্তির দাবিতে উপজেলা জাতীয় পার্টি (জেপি) ও উপজেলা যুব সংহতি এবং জাতীয় ছাত্র সমাজের ব্যানারে ইউনিয়ন পর্যায়ে আজিজুল হক বাবু এর সভাপতিত্বে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়৷
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, আজিজুল হক বাবু, সাধারণ সম্পাদক, জাতীয় যুব সংহতি ২ নং নদমুলা ইউনিয়ন শাখা৷ আরো বক্তব্য রাখেন আসাদুল সরদার, সাংগঠনিক সম্পাদক, জাতীয় যুব সংহতি ২ নং নদমুলা ইউনিয়ন শাখা৷
এছাড়াও বক্তব্য রাখেন তরিকুল ইসলাম হাসান, সভাপতি, ভাণ্ডারিয়া সরকারি কলেজ শাখা৷ শফিকুল ইসলাম শফিক, সদস্য সচিব, জাতীয় ছাত্রসমাজ ২ নং নদমুলা ইউনিয়ন শাখা৷ কামাল হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় যুব সংহতি ২ নং নদমুলা ইউনিয়ন শাখা৷ সজিব হাওলাদার, যুগ্ন আহবায়ক, জাতীয় ছাত্র সমাজ ২ নং নদমুলা ইউনিয়ন শাখা৷
সভায় বক্তারা দাবি করেন বরিশালের উজিরপুর থানায় ষড়যন্ত্রমূলক মামলায় ভান্ডারিয়া উপজেলা যুব সংহতির সদস্য সচিব মোঃ মামুনুর রশিদ সরদার এবং তার ছোট ভাই মাসুদ সর্দার কে গ্রেফতার করা হয়েছে, আমরা তাদের নিঃশর্ত মুক্তি চাই৷
Leave a Reply