মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ভবানীপুর ছি পি দাখিল মাদ্রাসায় পালিত হয়েছে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সাঃ) উদযাপন ও দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল।
৬ নভেম্বর শনিবার দুপুর ১২ ঘটিকার সময়ে মাদ্রাসার হলরুমে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভবানীপুর ছি, পি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সালাম সাহেব এর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন বাবনিয়া নিজামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি আহসান উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন- ৫ নং ওয়ার্ডের মেম্বার মো: আব্দুল মোক্তাদির মনু, ভবানীপুর শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও সম্ভব্য মেম্বার পদপ্রার্থী মো:সিরাজুল ইসলাম শায়েখ, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য হাফিজ সিতার আলী, জুনেদ আহমেদ, মেম্বার পদপ্রার্থী মো: জামাল আহমেদ জানু, শফি চৌধুরী পলিট, মাদ্রাসার সহ সুপার মাও: আহসান কবির রাসেল, সিনিয়র শিক্ষক মো: সুরুজ আলী, ভবানীপুর ইসলামী আদর্শ সোসাইটির সাধারণ সম্পাদক মাও: বদরুল ইসলাম, মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা হাবিবুর রহমান, মো শামসুজ্জামান চৌধুরী সজলু, মো: জুনেদ আহমেদ, প্রমুখ।
আলোচনা সভার শেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Leave a Reply