কোলকাতা থেকে মনোয়ার ইমাম।
ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যাচ্ছে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা ট্রিবরিওলের থেকে প্রায়, ২৬,হাজার, ভোটের ব্যবধানে। অন্য দুই কেন্দ্রে তৃনমূল দল এগিয়ে।। । পশ্চিম বাংলার আসন্ন তিন টি কেন্দ্রে উপ নির্বাচনে কলকাতার ভবানীপুর বিধান সভা কেন্দ্রে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ও তৃনমূল দলের সুপ্রিমো তৃনমূল দলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শ্রীমতী প্রিয়াঙ্কা ট্রিবরিওলের থেকে প্রায়, ২৬,হাজারের, বেশি ভোটে এগিয়ে যাচ্ছে। সেই সাথে পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলার সামসেরগন্জ ও জলঙ্গী বিধান সভা কেন্দ্র থেকে তৃনমূল দলের প্রার্থীরা এগিয়ে চলেছে বিরোধী দলের প্রার্থীর থেকে। যদিও এখনো পর্যন্ত ভোট গণনা শেষ হয়নি। তবে ভোটের ফলাফল এর গতিপ্রকৃতি থেকে বোঝা যায় যে কলকাতার ভবানীপুর বিধান সভা কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জিততে চলছেন। অন্য দুই কেন্দ্রে এগিয়ে তৃনমূল দলের প্রার্থীরা।
Leave a Reply