বেখবরঃ,মোস্তফা ফিরোজ ঢাকা ——–
নির্বাচনী ট্রেন যতো সামনে এগিয়ে যাচ্ছে ততই যেনো রেলপথটা বেঁকে যাচ্ছে।
ফলে, এর গতি কমে যাচ্ছে। নির্বাচনকালীন সরকার রুটিন কাজ করবে। আর নির্বাচন কমিশন বিকল্প সরকারের রুপ ধারণ করে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্তৃত্ব নিতে থাকবে।
এমনটা হবার কথা থাকলেও বাস্তবে তার লক্ষণ দেখা যাচ্ছে না। এই কারণে বিরোধী পক্ষ থেকে ধর পাকড়, মামলা ও সরকারের হস্তক্ষেপ বিষয়ে নানা অভিযোগ করে যাচ্ছে।
তার মানে, তত্ত্বাবধায়ক সরকারের থেকেও সাংবিধানিক দলীয় সরকার খুবই আদর্শিক একটি বিষয় তেমনটা প্রমাণিত হচ্ছে না। এজন্য সরকার ও নির্বাচন কমিশনের আরো সংযত আচরণ করা দরকার।
বিগত সময়ে কয়েকটা তত্ত্বাবধায়ক সরকারের ভিতরে যেটা প্রসংশিত সেটা অনুসরণ করা যেতে পারে। নতুবা সংলাপ আয়োজন করা ও নিরপেক্ষতার প্রতিশ্রুতি দেয়ার মধ্য দিয়ে সুন্দর একটি নির্বাচনী পরিবেশ ভেস্তে যেতে পারে।
Leave a Reply